করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কবি শঙ্খ ঘোষ চলে গিয়েছিলেন ২১ এপ্রিল। কবি বাড়িতেই ছিলেন নিভৃতবাসে। শেষমুহূর্তে ভেন্টিলেশন, তবে শেষরক্ষা হয়নি। এবার চলে গেলেন শঙ্খ ঘোষের স্ত্রী প্রতিমা ঘোষ।
বৃহস্পতিবার সকালে বাড়িতেই মৃত্যু হয় প্রতিমা ঘোষের। বয়স হয়েছিল ৮৯ বছর। তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। বাড়িতেই কোয়ারেনটিন করছিলেন। চলছিল চিকিৎসা।
পরিবারসূত্রে খবর, গত ১৪ এপ্রিল কবি শঙ্খ ঘোষের করোনা রিপোর্ট পজিটিভ আসে। একইসঙ্গে আক্রান্ত হন স্ত্রী প্রতিমা দেবীও। হাসপাতালে যেতে চাননি। তাই বাড়িতেই চিকিৎসা চলছিল দুই জনের। শঙ্খ ঘোষের মৃত্যুর পর থেকেই তার স্ত্রী প্রতিমার শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত ছিলেন।
#ইনিউজ৭১/জি/হা/২০২১