প্রকাশ: ২৪ এপ্রিল ২০২১, ১০:২৯
আইনশৃঙ্খলা রক্ষায় সরাইল থানাপুলিশের ভূমিকা জেলা পুলিশের কাছে প্রশংসনীয়। এখানে তৃণমুল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিশেষ ভূমিকা রাখছে। সরাইল উপজেলাকে শান্তিময় ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছে সরাইল পুলিশ, আর তা সম্ভব হয়েছে এখানকার সকলের সহযোগিতায়।
শুক্রবার (২৩ এপ্রিল ) বিকেলে সরাইল থানা কমপ্লেক্সে নিজ কার্যালয়ে সাংবাদিকদে'র এ কথাগুলো বলেন, অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ। তিনি বলেন, করোনা সংক্রমন প্রতিরোধে সরকারের নির্দেশনা ও স্বাস্হ্যবিধি নিশ্চিত করতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সরাইল থানা পুলিশ কাজ করছে। ঘরের বাহিরে গেলে মাস্ক পরুন স্বাস্থ্যবিধি মেনে চলুন।
মানুষের জীবন মান উন্নয়নে লকডাউনে আমরা সর্বক্ষণ, মানুষকে সচেতনতার মাধ্যমে মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে বা কোন প্রকার সমস্যা না হয পুলিশ মাঠে কাজ করে যাচ্ছে। পুলিশের ওপর অর্পিত দায়িত্ব স্বতস্ফুর্তভাবে পালনে আমরা সরাইল থানা পুলিশ বদ্ধপরিকর।
এ সময় ওসি আরো বলেন, আপনাদের সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে একটি বছর পার করেছি। এরই মধ্যে সরকারের দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের সকলকে পাশে নিয়ে কাজ করতে পেরেছি। কাজের সফলতা সরাইল উপজেলাবাসীর। ব্যর্থতা যেটুকু আছে আমার। এ ব্যর্থতা কাটিয়ে সুন্দর ও শান্তিপূর্ণ সরাইল উপহার দিতে সর্বদায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সরাইল থানা অফিসার ইনচার্জ এ এম এম নাজমুল আহমেদ পরিশেষে পবিত্র রমজান ও ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে বলেন, সরাইল উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষায় আমি আপনাদের মাঝে আইনের সেবক হয়ে থাকতে চাই।
#ইনিউজ৭১/জিহাদ/২০২১