প্রকাশ: ৯ মার্চ ২০২১, ১২:৫১
কক্সবাজারের উখিয়ায় র্যাব অভিযান চালিয়ে ১৭শ' গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।তারা হলেন- উপজেলার রাজাপালং ৮ নং ওয়ার্ডের আমির হামজার ছেলে মােঃ আইয়ুব আলী (৩৮ ) ও রশিদ আহমদ এর ছেলে মােঃ আব্দুল্লাহ (১৯)।
সোমবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাবের একটি দল উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশ স্টেশন সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৫ (কক্সবাজার) এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি জানান, আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।