প্রকাশ: ৮ মার্চ ২০২১, ১৫:২৭
"করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে যথাযথভাবে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সোমবার (৮ ই মার্চ) বেলা ১২ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার নূর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন।এসময় আরো উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা লষ্কর, হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহীদসহ অনেকে।