প্রকাশ: ৮ মার্চ ২০২১, ১২:৩৬
করোনাকালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব - এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের মতো বরিশালের হিজলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে সোমবার ৮ মার্চ সকাল ১১ টায়,
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, সরকারি হিজলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর আঃ মাজেদ, হিজলা থানা পুলিশ, শিক্ষক মণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা,গণমাধ্যমকর্মী সহ সভা সংশ্লিষ্ট নারী সদস্যবৃন্দ।