প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১৪:৫৭
বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস। দিবসটি উপলক্ষে রবিবার সকাল ৯টায় নগরীর সদর রোডের সোহেল চত্বরস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
এর পরপরই মহানগর আওয়ামী লীগের পক্ষে সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস পর্যায়ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সকালে সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এদিকে সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান এবং জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অপরদিকে দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে ৭ই মার্চের ভাষণ উপলক্ষে একই পরিবারের দুজন বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার ও ৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র বরিশালের কনসালট্যান্ট ডা. মননুজা রহমানসহ আরও অনেকে।