প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১১:২৩
জয়পুরহাটের পাঁচবিবিতে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।রবিবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা ছাত্রলীগের স্টেশনস্থ দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয় । পরে সেখানে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় পাঁচবিবি উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, আওয়ামীলীগ নেতা দেওয়ান সিরাজুল ইসলাম, জাহিদুল মাস্টার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির, সাংগাঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের বিভিন্নস্তরের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর দিকের জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড: সামছুল আলম দুদু এমপির পক্ষে পৌর আওয়ামীলীগের সভাপতি এসকে হক ও যুগ্ম সম্পাদক জিহাদ মন্ডলের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়।