প্রকাশ: ৭ মার্চ ২০২১, ১০:৫৯
জামাপুরের ইসলামপুরে অভিযান চালিয়ে র্যাব একটি কষ্টি পাথরের মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে । শনিবার (৬মার্চ) অভিযান চালিয়ে উপজেলার পৌর শহরের কিংজাল্লাহ গ্রাম থেকে কষ্টি পাথরটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, কিং জাল্লা এলাকার মৃত খোকা চন্দ্র মদকের ছেলে কালা চাঁন চন্দ্র মদক (৫৫), খোকন চন্দ্র মদক (৪২) ও শেরপুর সদরের নাকপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে মাজহারুল ইসলাম (৫০)।শনিবার(৬ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা এই তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার কিং জাল্লা বাজার এলাকার কালাচাঁন চন্দ্র মদকের বাড়িতে অভিযান চালিয়ে ১২দশমিক ৩কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করা হয়। এ সময় মূর্তি পাচারকারীদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৮ শ টাকা, ৫টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়।
এই মূর্তির আনুমানিক মূল্য এক কোটি ২৩ লাখ টাকা।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিদেশে মূল্যবান কষ্টি পাথরের বিভিন্ন মূর্তি পাচার করে আসছিল। এ ঘটনায় রাতে ইসামপুর থানায় একটি মামলা করা হয়েছে।