প্রকাশ: ৬ মার্চ ২০২১, ২০:৪৭
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বরিশাল আওয়ামী লীগ। জাতীয় কর্মসূচিসহ স্থানীয় পর্যায়ের মোট ৯টি কর্মসূচী ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচিগুলো পালনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে।
শনিবার (৬ মার্চ) দুপুর ১২টার দিকে নগরীর কালীবাড়ি রোডস্থ জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র বাস ভবন চত্ত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
কর্মসূচীগুলো হলো ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে একযোগে সিটি করপোরেশনের ৬টি এলইডি স্ক্রিন ও বরিশাল কেন্দ্রিয় শহীদ মিনারে মহানগর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় এলইডি স্ক্রিনে এবং সব ওয়ার্ড কাউন্সিলর এবং আওয়ামী লীগের ৩০টি ওয়ার্ড কার্যালয় থেকে মাইকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ১৭ মিনিটের ঐতিহাসিক ভাষণ প্রচার।
১৯৫৪ সালে বঙ্গবন্ধু সাইকেলে চড়ে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা চালিয়েছিলেন। ওই ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সিটি মেয়র সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগরীর প্রধান প্রধান সড়কে ‘বঙ্গবন্ধুর সাইকেল যাত্রা’ নামে একটি সাইকেল র্যালি এবং সাইকেল কসরতের আয়োজন করেছে আওয়ামী লীগ।
২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন মেয়র সাদিক আবদুল্লাহ।
মুক্তিযুদ্ধের সময় নগরীর বান্দ রোডের ওয়াপদা কলোনীতে মুক্তিকামী মানুষদের ধরে নিয়ে নানাভাবে নির্যাতন করতো পাক বাহিনী। ২৫ মার্চ কলোরাত্রী উপলক্ষ্যে ওইদিন বিকেলে ৩টায় গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ১১টা ১০ মিনিটে ওয়াপদার টর্চার সেলে মোমবাতি প্রজ্জলন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর কেন্দ্রিয় কর্মসূচীর আলোচনা সভায় এলইডি স্ক্রিনের মাধ্যমে বরিশালের সাথে সংযুক্তি এবং সন্ধ্যায় সাংস্কৃতিক সন্ধ্যা।
কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী ১৫ আগস্টের শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী আগামী ২৮ মার্চ। ওইদিন শবে-ই বরাত হওয়ায় একদিন এগিয়ে আব্দুর রব সেরনিয়াবাতের জন্ম শত বার্ষিকী উপলক্ষ্যে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ, সন্ধ্যার পর চাঁদমারী এলাকায় আঁতশবাজী উৎসব এবকং সন্ধ্যার পর আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
২৮ মার্চ শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আয়োজন করা হয়েছে প্রার্থনা অনুষ্ঠানের।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ৩০ মার্চ বিকেল ৪টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ২০ হাজার মানুষের অংশগ্রহণে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
মাসব্যাপী কর্মসূচীর শেষ দিন ৩১ মার্চ সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু উদ্যানে তারকা সঙ্গীত শিল্পি জেমসের পরিচালনায় আয়োজন করা হয়েছে ব্যান্ড শো’।
করোনার কারণে দীর্ঘদিন স্থবির ছিলো বরিশাল আওয়ামী লীগের রাজনীতি। মাসব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে দলীয় রাজনীতিতে নেতাকর্মীদের সরব রাখার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দেয়ার কথা বলেন সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহ।
মহানগর আওয়ামী লীগের সাথে জেলা আওয়ামী লীগ সমন্বয় করে সকল কর্মসূচী বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস।
মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাস্ট্র ক্ষমতায় আসীন। মার্চ মাসের তাৎপর্য নতুন প্রজন্ম জানে না। মাসব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মার্চের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তির মিলনমেলা ঘটানোর উদ্যোগ নিয়েছেন তারা।
এদিকে মার্চের সকল কর্মসূচী নির্বিঘ্ন এবং শান্তিপূর্ণ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম।