প্রকাশ: ৬ মার্চ ২০২১, ১৬:২৪
আজ শনিবার সকাল ১১টায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী দারুস সুন্নাত দাখিল মাদ্রাসার লাইব্রেরীর উন্নতিকল্পের লক্ষে জেলা পরিষদের পক্ষ হতে দুই লাখ টাকার চেক হস্তান্তর করলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট।
এসময় সেখানে জয়পুরহাটজেলা আওয়ামীলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ধরঞ্জী ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম মর্তুজার রহমান,বালিঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু,
ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজুর রহমান, ধরঞ্জী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হাসান, সুপার দেলোয়ার হোসেন দুলাল,ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদুর রহমানসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।