প্রকাশ: ৬ মার্চ ২০২১, ১৫:৪৫
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন ২০২১ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক,এস এম তরিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা ম্যারাথনের উদ্বোধন করেন।
ম্যারাথনে অংশ গ্রহণকারীদের জন্য উপজেলার ১৩টি পয়েন্টে পুলিশ, আনসার ও স্কাউট মোতায়েনসহ ম্যারাথনে অংশ গ্রহণকারীদের পিছনে সার্বক্ষনিক চলমান ছিল ২টি এ্যাম্বুলেন্স ও ১টি ফায়ার সার্ভিসের গাড়ী চলমান ছিল ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত ম্যারাথনে, উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী, কালিয়াকৈর পৌর সভার মেয়র মো: মজিবুর রহমান , কালিয়াকৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: সেলিম আজাদ,
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আঃ সাত্তার সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী এবং ইলেক্ট্রনিক্্র ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।