প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩৯
মাদারীপুরের ডাসার থানা পুলিশের উদ্যোগে গোপালপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার বিকালে ঐহিত্যবাহী গোপালপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অত্র গোপালপুর ইউনিয়নের
বীরমুক্তিযোদ্ধা,মসজিদের ইমাম,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের নিয়ে এলাকার সকলের সমন্বয়,ধর্ষন,সন্ত্রাস,চাঁদাবাজ,জঙ্গীবাদ,জুয়া,ইভটিজিং,বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোঃ হাসানুজ্জামান,ইন্সপেক্টর নাজমুল হাসান,এএস আই তোফাজ্জেল,মোঃকিবরিয়া,মোঃ শাহিন,গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর,বীর মুক্তিযোদ্ধা ও গোপালপুর ইউনিয়ন
আ.মীলীগের সভাপতি মোঃ হারুন অর রশিদ মাতুবাবর,বীর মুক্তিযোদ্ধা মোঃ কালাচাঁন সরদার,সাবেক ইউপি সদস্য মোঃআজিত মাতুব্বর,বর্তমান ইউপি সদস্য মোঃআবু ভুইয়া,মোঃ নুরু চৌকিদার,মোঃ সেলিম সরদার,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আলেয়া বেগম,গোপালপুর জামে মসজিদের ইমাম
মাওঃআবুল হোসেন,কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন ফকির লিটন, যুগ্ন সাধারন সম্পাদক আতিকুর রহমান আজাদ,সাংগঠনিক সম্পাদক মোঃআবির হাসান পারভেজ,কোষাদক্ষ আশরাফুর রহমান হাকিম ও গ্রামপুলিশ সদস্য বৃন্দ।
এ সময় ওসি মোঃ হাসানুজ্জান বলেন,ফেব্রুয়ারী মাসে মাতৃভাষা ভাষা ছিনিয়ে যারা শহীদ হয়েছেন সে সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।তিনি বলেন,মাদক একটি মারাত্তক ব্যাধি, এ মাদককে নির্মুল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাল্য বিবাহ প্রতিরোধে মসজিদের ইমামের অনেক ভুমিকা
রয়েছে, সরকারি সম্পদ রক্ষা করতে হবে। কিশোর গ্যাং ইতিমধ্যে বেরে গেছে,এরা কিন্তুু আমাদেরই সন্তান,আপনি পরিবারের প্রধান,আপনি একটু খবর নিন সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় কার সাথে সন্ধ্যায় বের হয়। (কোভিট ১৯) মাননীয় প্রধান মন্ত্রীর প্রচেষ্টায় দ্রুত গতিতে করোনা টিকা আমরা বাংলাদেশে পেয়েছি আপনারা টিকা নিবেন এবং সামাজিক দূর্রত্ব বজায়
রাখবেন।
যে কোন আইনি সহযোগীতা পেতে ডাসার থানায় যাবেন,মনে রাখবেন কোন অভিযোগ দিতে কোন টাকা পঁয়সা লাগে না।আমার থানার কোন অফিসারও অন্য সদস্য টাকা পঁয়সা দাবি করে তাহলে অবশ্যই জানাবেন। বিরুদ্ধে অবশ্যই আমার উর্ধতন কর্মকর্তাদের বলে ব্যবস্থা নেয়া হবে।