প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫
নওগাঁর ছোট যমুনা নদীর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ভাসমান অবস্থায় শ্রী নন্দ(৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত শ্রী নন্দ চৌধুরী শহরের তুলাপট্টির নিদ্রালয় বস্ত্রালয়ের মালিকের শ্রী বিমল চৌধুরীর ছেলে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শ্রী নন্দ চৌধুরীর বাবা বিমল চৌধুরী বলেন, আমার ছেলে সকালে বাড়ি থেকে বের হয়। এর পর আর কোন যোগাযোগ হয়নি। তার পর বিকেলে শুনি যে নদীতে আমার ছেলের লাশ। তিনি আরও বলেন, ছেলেটাকে কে মেরে নদীর ফেলে দিয়েছি না কিভাবে মৃত্য হয়েছে কিছুই জানিনা।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, নওগাঁ শহরের বিজিবি ক্যাম্পের সামনে নদীতে সোমবার বিকেলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাৎক্ষনিকভাবে নওগাঁ সদর মডেল থানা পুলিশকে খবর দিলে থানার ওসি