প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১৮:৪১
দীর্ঘদিনের দাবি পূরণের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে রয়েছেন স্বাস্থ্য সহকারীরা। মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকর্মীদের নিয়োগবিধি সংশোধন, স্নাতক সমমান সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান এবং ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছে।