বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির তিন সদস্যকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, বহিষ্কৃত সদস্যরা বিএনপির সদস্য পদে থাকাকালীন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নির্বাচনী প্রচারণায় ব্যানার ও ফেস্টুনে অংশগ্রহণ করেন। এ ঘটনাকে দলীয় আদর্শ ও সংহতির পরিপন্থী হিসেবে বিবেচনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
গত ৪ অক্টোবর (শনিবার) বিকেলে ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়।
বহিষ্কৃত সদস্যরা হলেন—উত্তর ভুটিয়া গ্রামের মোঃ ইউসুফ আলী, মোঃ তারিকুল ইসলাম ও মোঃ আনোয়ার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, উক্ত ব্যক্তিরা দলের নীতি ও আদর্শের পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হয়ে জামায়াতে ইসলামী’র যুব বিভাগের নির্বাচনী প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তাই তাদেরকে ইউনিয়ন বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ধোপাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ বলেন, বহিষ্কৃত সদস্যরা দীর্ঘদিন ধরে ইউনিয়ন বিএনপির পদে থেকেও জামায়াতের রাজনীতিতে যুক্ত ছিলেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হয়েছে।