প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৮
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাইপাস এলাকায় শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছে।নিহত হলেন, জয়পুরহাট জেলার মোতলাল থানার জামগড়া এলাকা আব্দুর রশিদের ছেলে বিপুল ইসলাম (২০)।এ সময়
আহত হন, নওগা জেলার ধামুরহাট থানার পোড়ানগর এলাকার আ. রাশেদের ছেলে নাননুর হোসেন (১৫)।হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সকাল ১০টায় উপজেলার বাইপাস এলাকায় একটি মোটরসাইকেল ঢাকা থেকে টাঙ্গাইলগামী যাওয়ার পথে ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জাফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তারিখ ২০/২/২০২১