প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১৮:৩৫
মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাঁচটি গ্রাম। রবিবার (৫ অক্টোবর) ভোরে হঠাৎ প্রচণ্ড গতির ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও বিদ্যুতের লাইন ছিন্ন হয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় তিন শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষ ও গবাদিপশু।