প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২২:২০
মৌলভীবাজার জেলার এক সময়ের ঐতিহ্যবাহী ফলচাষ এখন নতুন এক সম্ভাবনার পথে। সদর উপজেলার দশকাউনির কৃষক আব্দুল মান্নান তাঁর উদ্যোগ আর পরিশ্রমে সেই পথ তৈরি করেছেন। ২০২০ সালে আকবরপুর কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ১ হাজার ড্রাগন ফলের চারা কিনে মাত্র ৫০ শতক জমিতে রোপণ করেন তিনি। এরপর কলমের মাধ্যমে চারা বাড়িয়ে এখন প্রায় ৪ হাজার ড্রাগন গাছের মালিক তিনি।