
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

মৌলভীবাজারের রাজনগর উপজেলার বালিগাঁও গ্রামের সালাউর রহমান রাসেল প্রবাস জীবন থেকে দেশে ফিরে কৃষিতে স্বাবলম্বী হয়ে উঠেছেন। এক সময় কাতারে জীবনযাপন করেও ভালোভাবে আয় করতে পারেননি এই তরুণ। ২০১৯ সালে দেশে ফিরে করোনা মহামারির কারণে বিদেশে যেতে না পারায় মুদি দোকানের ব্যবসা চালাতে শুরু করেন, তবে ধারাবাহিক লোকসান হতাশায় ফেলেছিল।
