প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:১০
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে হাইব্রিড জাতের লাউ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা। চলতি মৌসুমে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। সরেজমিনে দেখা যায়, বিশাল অনাবাদি জমিজুড়ে সারি সারি লাউয়ের ঝাড়, সবুজ লতায় ঝুলছে বোতল আকৃতির উজ্জ্বল সবুজ রঙের লাউ।