প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ১৯:২৮
পাকিস্তান ও আফগানিস্তানের অস্থিতিশীল সীমান্তে বুধবার ভোরে নতুন করে সংঘর্ষ শুরু হয়। নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই সংঘাতে অন্তত ২০ তালেবান যোদ্ধা, চার বেসামরিক নাগরিক ও পাকিস্তানের ছয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া দুই দেশের সীমান্তবর্তী এলাকায় শতাধিক মানুষ আহত হয়েছেন। সীমান্তের ভঙ্গুর শান্তি আবারও ভেস্তে গেছে।