প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২০
জয়পুরহাটের পাঁচবিবিতে সহদর তিন ভাই শিপলু, তুষার ও তুহিনের হাতে গড়ে উঠেছে দেশের অন্যতম বৃহৎ গ্যালাক্সি জাতের ড্রাগন ফলের বাগান। উপজেলার বাগজানা ইউনিয়নের তালতলি গ্রামে ছোট যমুনা নদীর তীরে ৪৫ বিঘা জমিতে গড়ে ওঠা এই বাগান এখন সাড়া ফেলেছে পুরো এলাকায়। ২০২৪ সালে শুরু হওয়া এ উদ্যোগ ২০২৫ সালেই রূপ নিয়েছে সাফল্যের মডেলে।