প্রকাশ: ৭ অক্টোবর ২০২৫, ১৮:৪০
মৌলভীবাজারের জুড়ী উপজেলার টিলাভূমি এখন ‘জাম্বুরার রাজধানী’ নামে পরিচিত। আশির দশকে হাতে গোনা কয়েকজন চাষির উদ্যোগে শুরু হওয়া জাম্বুরা চাষ আজ জুড়ীজুড়ে এক সফল কৃষি বিপ্লবের নাম। এখানকার মাটি ও আবহাওয়া জাম্বুরা চাষের জন্য এতটাই উপযুক্ত যে, বর্তমানে উপজেলার প্রায় ৬৬ হেক্টর টিলাজুড়ে জাম্বুরার বাগান গড়ে উঠেছে।