ধর্ম অবমাননা ও ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৫ অপরাহ্ন
ধর্ম অবমাননা ও ধর্ষণের ঘটনায় বিচার দাবিতে শিবিরের বিক্ষোভ

ঢাকা মহানগর পশ্চিম ইসলামী ছাত্রশিবির ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার সাজ্জাদুর রহমান (রাখাল রাহা) এবং র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের ধর্ষণের ঘটনার দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকাল ৮টায় মিরপুর-১০ গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।  


বিক্ষোভে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ঢাকা মহানগর পশ্চিম শাখার সভাপতি এইচ এম সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।  


আজিজুর রহমান আজাদ বলেন, ধর্ম অবমাননা ফৌজদারি অপরাধ হলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা বিচার ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করে। প্রকাশ্যে ইসলাম অবমাননার পরও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, যা মেনে নেওয়া যায় না। তিনি দ্রুত সাজ্জাদুর রহমানের বিচার দাবি করেন।  


র‍্যাব কর্মকর্তা আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, রোজা রেখে এক নারীকে ধর্ষণের ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  


বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, বাংলাদেশের মুসলমানরা কখনোই ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড বরদাশত করবে না। ধর্ম অবমাননাকারীদের শাস্তি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।  


নেতারা অভিযোগ করেন, প্রশাসন অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। তারা বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠলে সাধারণ মানুষ আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবে না, যা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি করবে।  


বিক্ষোভ মিছিল শেষে ছাত্রশিবির নেতারা বলেন, অবিলম্বে এই দুই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।  


নেতারা সতর্ক করে বলেন, যদি অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এবং আন্দোলন তীব্রতর করা হবে।