সরাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, উপজেলা প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: সোমবার ৩০শে অক্টোবর ২০২৩ ০৬:০৯ অপরাহ্ন
সরাইলে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সরাইলে রবি/২০২৩-২৪ মৌসুমে গম,ভূট্রা সরিষা, সুর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেয়াঁজ,মুগ, মসুরও খেসারি আবাদও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার৭শত ৬০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 


সোমবার ৩০ অক্টোবর সকাল এগারোটা দিকে সরাইল উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে ওই সার-বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.একরাম হোসেন। 


উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দাস, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সুভাষ চন্দ্র দাস। 


আওয়ামী লীগ নেতা মুস্তাফিজুর রহমান প্রমুখ।জানা যায়- ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে  উপজেলার  নয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।প্রত্যেক কৃষককে ১ বিঘা জমিতে সরিষা ফসল আবাদের জন্য ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।