
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৪১

কনকনে শীত ও ঘন কুয়াশাকে উপেক্ষা করে শ্রমিক সংকট মোকাবিলায় কৃষকের পাশে দাঁড়িয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ঝিনাইদহের শৈলকূপা উপজেলার বিভিন্ন গ্রামে দেখা গেছে, বার্ষিক পরীক্ষা শেষে অবসর সময় কাজে লাগাতে পরিবারের সম্মতিতে শিক্ষার্থীরা পেঁয়াজের ক্ষেতে কাজ করছে। এতে একদিকে যেমন কৃষকের শ্রমিক সংকট কিছুটা লাঘব হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীরাও প্রতিদিন ৫০০ টাকা মজুরি পাচ্ছে।
