ভূরুঙ্গামারীতে কম্বাইন হারভেস্টার বিতরণ

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বুধবার ২০শে এপ্রিল ২০২২ ০৭:১৩ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে কম্বাইন হারভেস্টার বিতরণ

ফসল কর্তনে সময়, শ্রম ও অর্থ বাঁচাতে সরকারী ভর্তূকির আওতায় কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি কম্বাইন হারভেস্টার যন্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে ভূরুঙ্গামারী কৃষি অফিসের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে চর ভূরুঙ্গামারী ইউনিয়নের কৃষক মজিবর রহমানের হাতে যন্ত্রটি তুলে দেয়া হয়।


এসিআই মটরসের তৈরি একটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মূল‍্য ৩২ লাখ টাকা। যন্ত্রটি দিয়ে ফসল কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যাবে। প্রতিটি যন্ত্রে সরকার ভর্তূকি দিচ্ছে সাড়ে ১৪ লাখ টাকা। কৃষককে সাড়ে ১৭ লাখ টাকায় একটি কম্বাইন হারভেস্টার যন্ত্রের মালিক হবেন।


বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম‍্যান নূরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, সহকারি কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম, এসিআই মটরসের বিপণন কর্মকর্তা তানভীর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 


উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, দুর্যোগকালীন সময়ে দ্রুত ফসল কর্তনে যন্ত্রটি কৃষকদের সহায়তা করবে। এতে তাদের সময়, শ্রম ও অর্থ সাশ্রয় হবে।