প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ১:৫৮
বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৭ এর প্রচার ও সম্প্রসারণের লক্ষ্যে নাটোরের লালপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) সকালে বাংলাদেশ পরমণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট (বিনা) উপকেন্দ্র ঈশ্বরদীর আয়োজনে রাজস্ব অর্থায়নে লালপুর উপজেলার গোপালপুরের বাওরা মাঠ এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং এসও কৃষিবিদ খান জাহান আলীর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন ময়মনসিংহ বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্যদেন ময়মনসিংহ বিনা (গবেষণা) পরিচালক ড. আব্দুল মালেক, ময়মনসিংহ বিনা উদ্ভিদ প্রজনন বিভাগ সিএস এবং বিভাগীয় প্রধান ড. শামছুন্নাহার বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাহমুদুল ফারুক, লালপুর উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলামপ্রমুখ।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষক ও কৃষাণী উপস্থিত ছিলেন ।