লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানলে আতঙ্ক, সরানো হচ্ছে হাজারো মানুষ

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ১০:২০ পূর্বাহ্ন
লস অ্যাঞ্জেলেসে নতুন দাবানলে আতঙ্ক, সরানো হচ্ছে হাজারো মানুষ

ইতিহাসের ভয়াবহ দাবানল থেকে মুক্তি না মিলতেই লস অ্যাঞ্জেলেসের উত্তরাঞ্চলে নতুন আরেকটি দাবানল আঘাত হেনেছে। দ্রুত ছড়িয়ে পড়া এই আগুন ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। অর্ধলক্ষাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং জারি করা হয়েছে রেড-ফ্ল্যাগ সতর্কতা। 


বুধবার শুরু হওয়া এই দাবানল এখন পর্যন্ত ৩৯ বর্গকিলোমিটার এলাকা গ্রাস করেছে। প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। স্থানীয় দমকল বাহিনীর ওপর চাপ ক্রমশ বাড়ছে, কারণ তারা ইতোমধ্যেই মেট্রোপলিটন এলাকায় অন্য দুটি বড় আগুন নিয়ন্ত্রণে এনেছে।


নতুন এই দাবানল হিউজ ফায়ার নামে পরিচিত। লস অ্যাঞ্জেলেস থেকে ৫০ মাইল উত্তরে এর অবস্থান। কয়েক ঘণ্টার মধ্যেই এটি সাম্প্রতিক ইটন ফায়ারের প্রায় অর্ধেক আকার ধারণ করেছে। ইটন ফায়ার ছিল এই মাসে ছড়িয়ে পড়া অন্যতম ভয়াবহ দুটি দাবানলের একটি।


রেড-ফ্ল্যাগ সতর্কতার অধীনে কাস্টেইক লেক এলাকার বাসিন্দাদের জানানো হয়েছে তারা চরম মৃত্যুঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার অধিকাংশ এলাকাই এখন চরম অগ্নি-ঝুঁকির আওতায় রয়েছে। ইতোমধ্যেই ৩১ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আরও ২৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে।


দাবানল নিয়ন্ত্রণে স্থানীয় দমকল বাহিনীর পাশাপাশি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং মার্কিন বন পরিষেবার দমকল কর্মীরাও কাজ করছেন। অ্যাঞ্জেলেস ন্যাশনাল ফরেস্ট সম্পূর্ণভাবে দর্শনার্থীদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাল ফায়ারের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ১০০ দমকল কর্মী বর্তমানে আগুন নেভানোর কাজে নিয়োজিত।


দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাসে উল্লেখযোগ্য বৃষ্টিপাত না হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়েছে। তবে সপ্তাহান্তে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা দমকল কর্মীদের জন্য স্বস্তি বয়ে আনতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হলেও প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে আবহাওয়ার উপর।