দীর্ঘ ১৫ বছর পর হিলিতে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৩:৫৫ অপরাহ্ন
দীর্ঘ ১৫ বছর পর হিলিতে জামায়াতের মিছিল

দিনাজপুরের হিলিতে দীর্ঘ ১৫ বছর পর জামায়াতে ইসলামী কর্মীদের মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে এই আয়োজন করা হয়। আগামী ২৫ জানুয়ারি দিনাজপুরে অনুষ্ঠেয় কর্মী সম্মেলনে যোগ দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে এই কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে।  


বৃহস্পতিবার সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড় থেকে প্রায় দুই শত মোটরসাইকেল নিয়ে শুরু হওয়া শোভাযাত্রা তিনটি ইউনিয়ন ও পৌরসভা প্রদক্ষিণ করে। এটি হাকিমপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। পরে পৌর শহরের প্রধান সড়ক ও বাজার ঘুরে চারমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভায় পরিণত হয়। এ সময় দলীয় নেতা-কর্মীরা জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্বাগত জানিয়ে স্লোগান দেন।  


শোভাযাত্রা ও পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম এবং সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম। এছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সবিরুল ইসলাম, যুব বিভাগের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমীর মোঃ সাইফুল ইসলাম, সেক্রেটারি মফিজুলসহ তিনটি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।  


পথসভায় মাওলানা মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, দীর্ঘ সাড়ে ১৫ বছর ধরে জামায়াতের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে। যারা এসব নির্যাতন চালিয়েছে, তারা আজ পালিয়ে বেড়াচ্ছে। তিনি বলেন, ৫ আগস্টের পরে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, যেখানে আর কোনো জালিমের ঠাঁই হবে না।  


তিনি আরও বলেন, এই দেশে আর কেউ টেন্ডারবাজি, চাঁদাবাজি কিংবা অন্যায় অত্যাচার করতে পারবে না। ২৫ জানুয়ারি দিনাজপুরে অনুষ্ঠিতব্য জেলা জামায়াতের কর্মী সম্মেলন সফল করতে তিনি সবার প্রতি আহ্বান জানান।  


স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, দীর্ঘদিন পরে অনুষ্ঠিত এই মিছিল ও শোভাযাত্রার মধ্য দিয়ে জামায়াতের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এতে দিনাজপুরের ১৩টি উপজেলার কর্মীরা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন।  


কর্মী সম্মেলন উপলক্ষে হিলিসহ আশপাশের এলাকায় প্রচার-প্রচারণা এবং বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, জামায়াতের এই শোভাযাত্রা এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।