সরাইলে জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
সরাইলে জামায়াতে ইসলামীর মানবিক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়ন শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক হোসেন।



উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. এনাম খানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মনিরুজ্জামান এবং সাবেক আমীর মাওলানা কুতুব উদ্দিন। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সদস্য নুরুজ্জামান জাবেদ।


বক্তারা জানান, দীর্ঘ ১৫ বছর পর এ ধরনের মানবিক উদ্যোগ নিতে পেরে তারা আনন্দিত। জামায়াতে ইসলামী সবসময় মানবতার কল্যাণে কাজ করে এবং শীতের এই তীব্র কষ্টের সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। দেশব্যাপী জামায়াতে ইসলামী এই উদ্যোগ বাস্তবায়ন করছে।


বক্তারা আরও বলেন, দলটি সবসময় মানুষের সুখ-দুঃখ ভাগাভাগি করে একটি মানবিক সমাজ গড়ার চেষ্টা করে। জামায়াতের মূল লক্ষ্য হলো মানুষের পারলৌকিক মুক্তি ও জাগতিক কল্যাণ। তারা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে, যেখানে সবার অধিকার সুরক্ষিত থাকবে।


বক্তারা রাজনৈতিক অঙ্গনের অন্যান্য দলগুলোর সমালোচনা করে বলেন, অনেক দল জনগণের রায় প্রার্থনা করে নির্বাচিত হলেও পরে জনগণের খোঁজ রাখে না। তারা বলেন, দেশ ও জনগণের প্রকৃত সেবায় যারা কাজ করতে চান, তাদেরই নির্বাচনে সমর্থন দেওয়া উচিত।


আগামীতে জামায়াতের নির্বাচনী অংশগ্রহণের বিষয়ে বক্তারা বলেন, “আমরা সকল নির্বাচনে প্রার্থী দেবো। আমরা আর কখনো অসৎ, দুষ্কৃতিকারী কিংবা চাঁদাবাজদের সমর্থন করবো না। গণমানুষের স্বার্থ রক্ষায় জামায়াত সবসময় প্রতিশ্রুতিবদ্ধ।”


শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সময় বক্তারা আরও বলেন, “মানবিক এ কর্মসূচি অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত সমাজে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা চালিয়ে যাবে। জনগণের সহায়তায় আমরা রাষ্ট্রের প্রতিটি স্তরে সেবা দেওয়ার সুযোগ চাই।”


অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা দুই শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতের চাদর বিতরণ করেন। স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।