গোয়ালন্দে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৩শে জানুয়ারী ২০২৫ ০৪:১৩ অপরাহ্ন
গোয়ালন্দে সরিষা চাষে বাম্পার ফলনের সম্ভাবনা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় সরিষা চাষে অভাবনীয় সাফল্যের মুখ দেখছেন কৃষকেরা। বিশেষ করে বারি-১৪ জাতের সরিষা চাষে তাদের সফলতা চোখে পড়ার মতো। চলতি মৌসুমে সরিষার ক্ষেতজুড়ে ফুল ফুটে দিগন্তজোড়া হলুদে রঙিন হয়েছে মাঠ। কৃষকেরা জানান, আবহাওয়া অনুকূল থাকলে এবার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।  


সরেজমিনে দেখা গেছে, গোয়ালন্দের ছোট ভাকলা, দেবগ্রামসহ বিভিন্ন এলাকায় মাঠজুড়ে সরিষার চাষ হয়েছে। সরিষার রোগবালাই খুব কম থাকায় ক্ষেতগুলো বেশ ভালো অবস্থায় রয়েছে। নলডুবি এলাকার কৃষক ছালেহ আহম্মেদ জানান, তিনি এ বছর দুই একর জমিতে বারি-১৪ জাতের সরিষা চাষ করেছেন। খরচ হয়েছে প্রতি বিঘায় ৫-৬ হাজার টাকা। তিনি আশা করছেন, প্রতি বিঘায় ৭-৮ মণ সরিষা উৎপাদন করে প্রায় দশ হাজার টাকা আয় করতে পারবেন।  


স্থানীয় কৃষকরা বলেন, সরিষা চাষ একটি লাভজনক পদ্ধতি। সঠিক পরিকল্পনা ও পরিচর্যার মাধ্যমে একটি জমিতে বছরে তিনটি ফসল উৎপাদন সম্ভব। এতে কৃষকেরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। এছাড়া ভোজ্য তেলের চাহিদা পূরণে এই সরিষা চাষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  


গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান জানান, বারি-১৪ জাতের সরিষা চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। এবছর গত বছরের তুলনায় চাষের পরিমাণ অনেক বেশি। তিনি বলেন, কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে আসছে কৃষি বিভাগ।  


উপজেলার কৃষকেরা সরিষার চাষকে একটি কার্যকর অর্থনৈতিক মাধ্যম হিসেবে বিবেচনা করছেন। সরিষার চাষ কম খরচে বেশি লাভ নিশ্চিত করতে পারে। কৃষি বিভাগের সহযোগিতায় গোয়ালন্দে কৃষকেরা আরও বেশি লাভবান হচ্ছেন।  


স্থানীয় কৃষকরা আশা করছেন, যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং কোনও প্রাকৃতিক দুর্যোগ না হয়, তবে এবার সরিষার বাম্পার ফলন হবে। এর ফলে স্থানীয় কৃষকেরা আর্থিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন।  


উপজেলার বিভিন্ন স্থানে সরিষা চাষের এই সাফল্য অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করছে। বিশেষ করে বারি-১৪ জাতের সরিষার চাষে ফলন ও লাভ বেশি হওয়ায় কৃষকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।  


সরিষার আবাদ বাড়াতে এবং স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগের সহযোগিতা ও সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। এলাকার কৃষকেরা জানান, এই উদ্যোগ তাদের সরিষা চাষে আরও বেশি সফল হতে সাহায্য করছে।