প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:২৩
আজ বৃহস্পতিবার (২২ মে) দেশের কুমিল্লা, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদফতর থেকে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে। নদীবন্দরগুলোকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয়দের ভাসানির বিষয়েও সতর্ক থাকার কথা বলা হয়েছে।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অব্যাহত রয়েছে। যদিও সাম্প্রতিক বৃষ্টিপাত কিছুটা কমেছে, তবু আবহাওয়াবিদরা বলছেন আগামী কয়েকদিন গরম অনুভূত হবে। আবহাওয়া বিশেষজ্ঞ আফরোজা সুলতানা জানান, আগামী ২৬ মে’র পর থেকে আবার বৃষ্টিপাত বৃদ্ধি পাবে, যার ফলে গরম কিছুটা কমে আসবে।
এই অবস্থায় কৃষকসহ সাধারণ মানুষকে তাদের কাজকর্মে সতর্ক থাকতে বলা হয়েছে। বিশেষ করে নদীপথে চলাচলকারীদের ঝুঁকির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকায় বিদ্যুত সংক্রান্ত ঝুঁকি রোধে প্রস্তুত থাকতে হবে।
আবারও বৃষ্টি শুরু হলে কোথাও কোথাও জলাবদ্ধতার সমস্যাও দেখা দিতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই সময়মতো প্রস্তুতি নিয়ে ক্ষতির সম্ভাবনা কমাতে অনুরোধ জানানো হয়েছে।
আগত দিনে আবহাওয়ার এই পরিবর্তন জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, গরম ও বৃষ্টির এই ওঠানামা নিয়ে জনস্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিতে হবে। এছাড়া পরিবহন ও কৃষিক্ষেত্রেও প্রভাব পড়তে পারে।
সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগাম সতর্কতা ও পরিকল্পিত পদক্ষেপ নিয়ে সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা হবে বলে আশা করা হচ্ছে।