মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি ও জিডির হিড়িক

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: সোমবার ২৭শে জানুয়ারী ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি ও জিডির হিড়িক

বরিশালের পটুয়াখালীতে জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে চুরি ও ছিনতাইয়ের ঘটনায় থানায় অন্তত ৬৫টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গতকাল শনিবার পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত মাহফিল চলাকালে অসংখ্য মানুষ মোবাইল ফোন, স্বর্ণালংকার এবং অন্যান্য মূল্যবান সামগ্রী হারিয়েছেন। এ সময় চারজন চোরকে আটক করেছে পুলিশ।  


মাহফিলের নিরাপত্তায় থাকা পুলিশ নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা গেছে, শনিবার রাতে অন্তত ৭০ জন ব্যক্তি তাদের জিনিস হারানোর অভিযোগ করেন। কিছু হারানো জিনিস উদ্ধার করা গেলেও বেশিরভাগই খুঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীরা থানায় এসে জিডি করার কাজ অব্যাহত রেখেছেন।  


এ বিষয়ে মাহফিলের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল জানান, হারানো সামগ্রীর বিষয়ে অনেকেই অভিযোগ দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে কিছু সামগ্রী উদ্ধার করা সম্ভব হলেও বেশিরভাগের কোনো সন্ধান পাওয়া যায়নি। সব অভিযোগ থানায় জমা দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে।  


পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মাহফিল চলাকালে চার চোরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ৬৫টি জিডি ছাড়াও আরও একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ সব অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নিচ্ছে।  


এদিকে মাহফিল চলাকালে চুরির পাশাপাশি বাসাবাড়িতে লোকজন না থাকার সুযোগে বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগীরা তাদের মূল্যবান জিনিসপত্র ফিরে পাওয়ার আশায় থানায় ভিড় জমাচ্ছেন।  


মাহফিলের সময় এত চুরির ঘটনা অনেকের মনে প্রশ্ন তুলেছে নিরাপত্তা ব্যবস্থার ওপর। এত বিশাল আকারের একটি মাহফিলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন সত্ত্বেও চুরির ঘটনা ঘটায় স্থানীয়রা হতাশা প্রকাশ করেছেন। তারা মনে করেন, ভবিষ্যতে এ ধরনের আয়োজনের সময় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।  


পুলিশ জানিয়েছে, আটক চোরদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সামগ্রী ভুক্তভোগীদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। তবে এখনও অনেক সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে পটুয়াখালীজুড়ে চুরি ও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে আলোচনা চলছে।  


ভুক্তভোগীদের দাবি, মাহফিলে অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আরও সতর্ক হওয়া উচিত ছিল। তারা আশা করছেন, পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে এবং চুরির ঘটনাগুলো সমাধান করবে।