হিলি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: রবিবার ২৬শে জানুয়ারী ২০২৫ ০৯:৪৩ অপরাহ্ন
হিলি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

হিলি প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে, যেখানে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি সক্রিয় দল গঠন করা হয়েছে। দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর এলাকায় রবিবার সন্ধ্যায় একটি বৈঠকে কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সর্বসম্মতিক্রমে জাতীয়

দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি গোলাম রব্বানীকে আহ্বায়ক এবং ৭১ টিভির প্রতিনিধি সামিউল ইসলাম আরিফকে সদস্য সচিব ঘোষণা করা হয়। এছাড়া অন্যান্য সদস্যদের মধ্য থেকে বিভিন্ন দৈনিক পত্রিকা এবং টেলিভিশন চ্যানেলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন এশিয়ান টিভির মাহাবুব হোসেন, দৈনিক

যায়যায়কাল পত্রিকার কৌশিক চৌধুরী, ডেইলি সানশাইনের ইমরুল কায়েস সোহেল, দৈনিক তৃতীয় মাত্রার সাব্বির হোসেন, মানবাধিকার পত্রিকার ওয়েসকুরনী, দৈনিক কালবেলার ফারহান হোসেন, গ্লোবাল টেলিভিশনের লুৎফর রহমান, এখন টিভির সোহেল রানা এবং

সাংবাদিক মাহাবুব আলম বকুল। এই কমিটি হিলি প্রেসক্লাবের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং স্থানীয় সংবাদ পরিবেশনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। নতুন এই কমিটি স্থানীয় সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনকে শক্তিশালী করতে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী, কমিটি অস্থায়ী কার্যালয় থেকে কার্যক্রম পরিচালনা করবে এবং ভবিষ্যতে সংগঠনের উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করবে।