পিরোজপুরের কাউখালীতে “শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক একসাথে গড়ি সমৃদ্ধ শিক্ষা ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি সোমবার দুপুরে সরকারি কাউখালী গান্ডতা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শ্রেণিকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বজলুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিনুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম উদ্দিন তোহা, ছাত্র অভিভাবক নুরুল আমিন মাস্টার, এবং ছাত্র অভিভাবক ও সাংবাদিক তারিকুল ইসলাম পান্নু।
প্রধান অতিথি সজল মোল্লা তার বক্তব্যে অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন এবং মাঝে মাঝে বিদ্যালয়ে এসে তাদের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেবেন।” তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান, “আপনারা শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ দিন। প্রাইভেট কিংবা কোচিং নির্ভরতা পরিহার করে বিদ্যালয়ের পাঠদানকে আরও কার্যকর করুন। কারণ শিক্ষকরা জাতি গড়ার কারিগর।”
তিনি আরও বলেন, ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় থাকলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-অভিভাবকরা সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দেন।
এই আয়োজনটি অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।