সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ প্রেস ইউনিটির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০৮:৩২ অপরাহ্ন
সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে বাংলাদেশ প্রেস ইউনিটির বিক্ষোভ

বাংলাদেশ প্রেস ইউনিটির আয়োজনে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর, রবিবার বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেস ইউনিটির সদস্যরা অংশ নেন।


এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ইউনিটির আহবায়ক ফেরদৌস রহমান রূপক, সদস্য সচিব শাহাজালাল উজ্জল ভূঁইয়া, প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, যুগ্ম আহবায়ক হুময়ুন মজিব, তোফায়েল ইসলাম, হাফিজুর রহমান, মনসুর রহমান পাশা, জাকিয়া হোসেন, মো. নাদিম আহমেদ, ফাতেমা নাসরিন প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক শফিকসহ চার সাংবাদিকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এর পরও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তারা প্রশ্ন করেন, “প্রশাসন কেন নিরব ভূমিকা পালন করছে? কি বাংলাদেশকে সাংবাদিকদের বসবাসের অযোগ্য করে তুলতে চায়?”


এছাড়া, তারা দাবি জানান, হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। এর ব্যতিক্রম হলে বাংলাদেশ প্রেস ইউনিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশনে বসবে বলে হুঁশিয়ারি দেন তারা। একই সাথে, গত তিন মাসে চাকরিচ্যুত ১৭৭ জন সাংবাদিকের পুনরায় চাকুরিতে পূর্ণবহাল করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।


সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, ‘‘বাংলাদেশ প্রেস ইউনিটি ২০০৯ সালে সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। তখন থেকেই এই সংগঠন সাংবাদিকদের জন্য লড়াই করে আসছে এবং এর লক্ষ্য ছিল অপসাংবাদিকতা বন্ধ করা। ২০২০ সালে সংগঠনের নাম পরিবর্তন করে বাংলাদেশ প্রেস ইউনিটি করা হয়।’’