সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানার এলাকায় মহাসড়ক দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে পরিবহন মালিক ও চালকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল ৪টায় হাটিকুমরুল গোলচত্বর এলাকার মাইক্রো স্ট্যান্ডে আয়োজিত এই সভায় পরিবহন মালিক, চালক, স্থানীয় নেতৃবৃন্দ এবং হাইওয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. আলী আহমেদ হাশমী।
সভায় স্থানীয় রাজনীতিবিদদের মধ্যে বক্তব্য রাখেন হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গোলাম আম্বিয়া এবং সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মো. শহিদ উল্লাহ পরিবহন মালিক ও চালকদের ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, “মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। আইন মেনে গাড়ি চালালে দুর্ঘটনা কমবে এবং যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারবে।”
এসময় উপস্থিত পরিবহন মালিক ও চালকদের মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়। বিশেষত, অটোরিকশা, সিএনজি, লেগুনা, বাস, ট্রাক এবং মাইক্রোবাস চালকদের অতি গতিতে গাড়ি না চালানোর বিষয়ে সতর্ক করা হয়।
হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারী পুলিশ সুপার মো. আলী আহমেদ হাশমী বলেন, “দুর্ঘটনা রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো জরুরি। আমরা চাই সবাই একসাথে কাজ করে মহাসড়ককে নিরাপদ রাখতে সহযোগিতা করবে।”
সভায় বক্তারা স্থানীয় পরিবহন সেক্টরের নানা সমস্যার দিক তুলে ধরেন এবং সেগুলো সমাধানের জন্য হাইওয়ে পুলিশের কাছে আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।