যথাযোগ্য মর্যাদা এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সিরাজগঞ্জে আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা প্রশাসন , বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, সরকারি- বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান মহান বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার ভোরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
শহরের প্রধান শহীদ মিনার ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেদিতে এবং অস্থায়ী ভিত্তিতে নির্মিত শহীদ মিনারেও পুষ্প স্তবক অর্পণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন। এর মধ্যে সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের র্যালি ছিল নজর করার মত। রালিতে অংশ নেয়া লোকজন স্ব স্ব প্রতিষ্ঠানের পতাকা এবং জাতীয় পতাকা বহন করেন। আবার অনেকে দলীয় পরিচিতি সম্মিলিত গেঞ্জি ব্যবহার করেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে জেলা প্রশাসন কর্তৃক বিজয় মেলার আয়োজন করা হয়।জাতীয়তাবাদী দল-বিএনপি ও এর অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামি, ইসলামি ছাত্র শিবির, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এ উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।এতে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।