রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি তে যা লিখেছেন -আযমী

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: রবিবার ২৯শে ডিসেম্বর ২০২৪ ০২:৫৫ অপরাহ্ন
রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে চিঠি তে যা লিখেছেন -আযমী

ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমীর বরখাস্তের আদেশ বাতিল করে তাকে ২০০৯ সালের ২৪ জুন থেকে ভূতাপেক্ষভাবে অকালীন (বাধ্যতামূলক) অবসর প্রদান করা হয়েছে। এ সিদ্ধান্তের জন্য রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি দিয়েছেন তিনি।  


রোববার তার চিঠি গণমাধ্যমে প্রকাশিত হয়। চিঠিতে তিনি উল্লেখ করেন, ১৯৮১ সালে সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্তির সময় তিনি ‘সোর্ড অব অনার’ ও ‘স্বর্ণপদক’ অর্জন করেন। সামরিক জীবনেও চৌকস অফিসার হিসেবে একাধিক কৃতিত্ব দেখিয়েছেন।  


তবে তিনি দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে পদ থেকে অপসারণ করা হয়। এরপর কোনো অভিযোগ, তদন্ত বা বিচার ছাড়াই তাকে বরখাস্ত করা হয়। এই আদেশের কারণে তিনি আর্থিক ও অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হন।  


চিঠিতে তিনি উল্লেখ করেন, বরখাস্তের পর দীর্ঘ সাত বছর তাকে হয়রানি ও অপহরণের শিকার হতে হয়েছে। ২০১৬ সালে অপহরণের পর তাকে প্রায় আট বছর আটক রাখা হয়।  


আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত ২৪ ডিসেম্বর তার বরখাস্তের আদেশ বাতিল করে অকালীন অবসর প্রদান করা হয়েছে। এর মাধ্যমে তিনি প্রাপ্য সব সুবিধা ফেরত পাবেন।  


চিঠির শেষে তিনি দেরিতে হলেও ন্যায়বিচার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে তিনি বলেন, এ ক্ষতি কখনোই পূরণ করা সম্ভব নয়।