প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক চেংনাং, ভিনদেশে সংসার গড়ার স্বপ্ন

নিজস্ব প্রতিবেদক
পারভেজ সরকার স্টাফ রিপোর্টার
প্রকাশিত: সোমবার ২রা ডিসেম্বর ২০২৪ ০৬:৫৩ অপরাহ্ন
প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক চেংনাং, ভিনদেশে সংসার গড়ার স্বপ্ন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তরা খাতুন এবং চীনের হুনান শহরের চেংনাংয়ের প্রেমের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় বায়ারের কাজে আসা চেংনাং প্রথমবার অন্তরাকে দেখে প্রেমে পড়ে যান। এর পরপরই তাদের মধ্যে ফেসবুকে যোগাযোগ শুরু হয় এবং তিন মাসের মধ্যেই সম্পর্ক গভীর হয়ে ওঠে।


চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে সালমান স্বাধীন নাম ধারণ করেন এবং গত ২২ সেপ্টেম্বর অন্তরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে নব দম্পতি অন্তরার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার বিয়ারা গ্রামে বসবাস করছেন।


অন্তরা জানান, গাজীপুরে কাজ করার সময় চেংনাং তাকে দেখে মুগ্ধ হন। এরপর ফেসবুকে আলাপ শুরু হয় এবং তিন মাসের প্রেমের সম্পর্কের পরে পরিবারের সম্মতিতে তারা বিয়ে করেন। অন্তরা আরও জানান, তার আগের স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর তার নয় বছর বয়সী একটি মেয়ে রয়েছে, যা তার নতুন স্বামী সালমান খুব সহজভাবে মেনে নিয়েছেন।


চেংনাং ওরফে সালমান স্বাধীন বলেন, “অন্তরাকে প্রথম দেখেই আমার ভালো লেগে যায়। আমি তার ফেসবুক আইডি সংগ্রহ করি এবং মেসেজ পাঠাই। এরপর প্রেম এবং বিয়ে। আমি তার অতীত নিয়ে চিন্তিত নই, আমাদের লক্ষ্য এখন সারাজীবন একসঙ্গে থাকা।” তিনি আরও জানান, তারা ইতোমধ্যে চীনের ভিসার জন্য আবেদন করেছেন এবং ভিসা পেলেই হুনানে চলে যাবেন।


অন্তরার বাবা-মা আব্দুর রশিদ ও রাহেলা খাতুন বলেন, “প্রথমে কিছুটা দুশ্চিন্তা ছিল, কিন্তু তাদের সম্পর্কের আন্তরিকতা দেখে আমরা খুশি হয়েছি। এখন আমরা তাদের জন্য দোয়া করি।”


এলাকার বাসিন্দারাও নব দম্পতিকে দোয়া ও শুভকামনা জানাচ্ছেন। তারা বলেন, “এই বিবাহ ইন্টারনেটের যুগে সম্পর্কের একটি সুন্দর দৃষ্টান্ত। এটি চীন ও কাজিপুরের মধ্যে একটি নতুন সম্পর্ক গড়ে তুলেছে।”