https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

৩২ কেজির ভোলা মাছে ভাগ্য খুলল দেলোয়ারের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১:৩৫

শেয়ার করুনঃ
৩২ কেজির ভোলা মাছে ভাগ্য খুলল দেলোয়ারের

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির একটি জাবা ভোলা মাছ। মাছটি স্থানীয় মৎস্য আড়তে তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। এই বিশাল মাছটি ধরা পড়ার পর থেকেই এলাকাজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে আবু মুসা নামে এক মৎস্য ব্যবসায়ী মাছটি কিনে নেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জেলে দেলোয়ার হোসেন বলেন, “সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে অনুমতি নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম। বৃহস্পতিবার দুপুরে বাটুলা নদীতে জাল ফেললে এতে বিশাল আকারের জাবা ভোলা মাছ ধরা পড়ে। এত বড় মাছ ধরা পড়ায় আমি এবং আমার সঙ্গীরা আনন্দে আত্মহারা হয়ে পড়ি।”

মাছটি বিক্রি করে এত বড় অঙ্কের টাকা পেয়ে তিনি অত্যন্ত খুশি বলেও জানান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

জানা যায়, জাবা ভোলা মাছের ফুলকো বা পটকা (বায়ুথলি) জীবনরক্ষাকারী ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এ কারণেই এ মাছের এত চাহিদা এবং চড়া মূল্য। আন্তর্জাতিক বাজারেও এই মাছের দাম অত্যন্ত বেশি।

মৎস্য ব্যবসায়ী আবু মুসা বলেন, “জাবা ভোলা মাছের বায়ুথলি অত্যন্ত মূল্যবান। এ ধরনের মাছ খুব কম ধরা পড়ে। স্থানীয় বাজারে চাহিদার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও এর চাহিদা রয়েছে। এজন্যই মাছটির এত দাম।”

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্থানীয় মৎস্য বিশেষজ্ঞরা জানান, জাবা ভোলা মাছ একদিকে যেমন বিরল প্রজাতির, অন্যদিকে এর শারীরিক অংশের ঔষধি গুণাগুণের কারণে এটি অত্যন্ত মূল্যবান।

সুন্দরবনের এ অঞ্চলে বড় আকারের মাছ পাওয়ার ঘটনা মাঝে মাঝে শোনা যায়, তবে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের এমন মাছ ধরা পড়া বিরল। মাছটি ধরা পড়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

বায়ুথলি ছাড়াও এ মাছের অন্যান্য অংশের ব্যবহার এবং অর্থনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করে মৎস্য গবেষকরা বলছেন, এ ধরনের মূল্যবান মাছ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

এ সম্পর্কিত আরও পড়ুন

আকিকা অনুষ্ঠানে কম লোক দাওয়াত দেয়ায় জামাতার উপর শশুরের হামলা, আহত ৯

আকিকা অনুষ্ঠানে কম লোক দাওয়াত দেয়ায় জামাতার উপর শশুরের হামলা, আহত ৯

বিরামপুর উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে আকিকা অনুষ্ঠানকে কেন্দ্র করে শ্বশুর ও জামাতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতের এই ঘটনায় উভয় পক্ষের অন্তত নয় জন আহত হয়েছে। আহতদের মধ্যে জামাতা সুমন হোসেন, তার পরিবার এবং শ্বশুরপক্ষের সদস্যরা রয়েছেন। জামাতা সুমন হোসেন জানান, কিছুদিন আগে তার নবজাতকের আকিকা অনুষ্ঠান করার কথা ছিল এবং এজন্য স্থানীয় বাজার থেকে দুটি ছাগল কেনা হয়েছিল।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দীর আর্তনাদের চিঠি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক বন্দীর আর্তনাদের চিঠি

খুলনা জেলা কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বিকাশ বিশ্বাসের একটি চিঠি সম্প্রতি সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনিরের কাছে পৌঁছেছে। চিঠিতে বিকাশ বিশ্বাস তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আর্তনাদ জানিয়েছেন এবং উচ্চ আদালতে মামলার পুনঃশুনানি করার আবেদন করেছেন। ২০২১ সালের ৭ অক্টোবর খুলনা জেলা ও দায়রা জজ আদালত মাদক (কোকেন) মামলায় তাকে মৃত্যুদণ্ড দেন। তিনি চিঠিতে দাবি করেছেন, তার ডিফেন্স কেস সুস্পষ্টভাবে নির্দোষ

টেকনাফে সুপারি পাতার পরিবেশবান্ধব বাসনপত্রে নতুন সম্ভাবনা

টেকনাফে সুপারি পাতার পরিবেশবান্ধব বাসনপত্রে নতুন সম্ভাবনা

কক্সবাজারের টেকনাফে সুপারি গাছের পরিত্যক্ত ডাল ও পাতা দিয়ে তৈরি পরিবেশবান্ধব বাসনপত্র ও খাবার পরিবেশনের সরঞ্জাম ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আকর্ষণীয় এই বাসনপত্রগুলো সম্পূর্ণ পচনশীল, রাসায়নিকমুক্ত, স্বাস্থ্যকর ও সাশ্রয়ী। ‘প্লাস্টিকমুক্ত পৃথিবী গড়ি, সুপারি পাতার সাথেই চলি’ শ্লোগানে মনির এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান ২০২৩ সাল থেকে এই পরিবেশবান্ধব পণ্য তৈরি করছে। এনজিও সংস্থা কোডেক-এর নেচার এন্ড লাইভ প্রকল্প এই উদ্যোগে

গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা শকুন উদ্ধার

গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা শকুন উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা জাতের একটি শকুন উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে অসুস্থ অবস্থায় শকুনটি পাওয়া যায়। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং ডানা মেললে লম্বায় প্রায় ১০ ফুট। স্থানীয়দের সূত্রে জানা যায়, মোহাইল গ্রামের কয়েকজন কিশোর বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পড়ে থাকা অবস্থায়

প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক চেংনাং, ভিনদেশে সংসার গড়ার স্বপ্ন

প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক চেংনাং, ভিনদেশে সংসার গড়ার স্বপ্ন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অন্তরা খাতুন এবং চীনের হুনান শহরের চেংনাংয়ের প্রেমের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু। গাজীপুরের কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় বায়ারের কাজে আসা চেংনাং প্রথমবার অন্তরাকে দেখে প্রেমে পড়ে যান। এর পরপরই তাদের মধ্যে ফেসবুকে যোগাযোগ শুরু হয় এবং তিন মাসের মধ্যেই সম্পর্ক গভীর হয়ে ওঠে। চেংনাং ইসলাম ধর্ম গ্রহণ করে সালমান স্বাধীন নাম ধারণ করেন এবং গত ২২ সেপ্টেম্বর অন্তরার