শহীদ ও আহতদের কল্যাণে কনসার্টের আয় থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা দান

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ৩১শে ডিসেম্বর ২০২৪ ০৬:৪৬ অপরাহ্ন
শহীদ ও আহতদের কল্যাণে কনসার্টের আয় থেকে ১ কোটি ৬৫ লাখ টাকা দান

চব্বিশের জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সম্প্রতি ‘ইকোস অব রেভল্যুশন’ নামে একটি কনসার্ট আয়োজন করেন। গত ২১ ডিসেম্বর এই কনসার্টে বিনামূল্যে পারফর্ম করেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।  


এই কনসার্টটি আয়োজন করে স্পিরিটস অব জুলাই প্ল্যাটফর্ম। কনসার্ট থেকে আয়কৃত ১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা শহীদ ও আহতদের পরিবারের কল্যাণে কাজ করা সংস্থা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকে দান করা হয়েছে।  


মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে এই অর্থের চেক তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম এই চেক গ্রহণ করেন।  


আর্থিক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতে ও দানকৃত অর্থের যথাযথ ব্যবহারে পরামর্শ দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। পরিষদে ছিলেন স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ ড. কাজী মাহফুজুল হক সুপণ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আনসারুল আলম, সহকারী প্রক্টর মুহাম্মদ মাহবুব কায়সার, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মুহাম্মদ রুহুল আমিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল আলম চৌধুরী, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. রেজওয়ানুল হক খান এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. মাহবুবুল হাসান মুনির।  


কনসার্টের আয়কৃত অর্থের হিসাবের স্বচ্ছতা নিশ্চিত করতে স্পিরিটস অব জুলাই একটি অডিট রিপোর্ট প্রস্তুত করেছে। এ জন্য অডিট কোম্পানি ‘হোদা ভাসি চৌধুরী অ্যান্ড কোং’ এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হয়েছে।  


এই উদ্যোগের প্রশংসা করে সাধারণ মানুষ ও সংশ্লিষ্টরা জানান, এমন উদ্যোগ শহীদ ও আহতদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থ তাদের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে ব্যবহার করা হবে বলে আশা করা হচ্ছে।