https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী জোরায়া!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ৩:২২

শেয়ার করুনঃ
স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেলেন তরুণী জোরায়া!

ইউরোপের দেশ নেদারল্যান্ডসে স্বেচ্ছায় মৃত্যুবরণের অনুমতি পেয়েছেন ২৯ বছর বয়সী এক তরুণী। জোরায়া বিক নামের এই তরুণী ২০২০ সালে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন। দীর্ঘ চার বছর পর চলতি বছরের মে মাসে তিনি অনুমতি পেয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজ বাড়িতে মৃত্যুবরণ করবেন তিনি।

জোরায়া বিক মানসিক রোগে ভুগছেন। তার মধ্যে সবসময় বিষন্নতা, হতাশা, ভয় কাজ করে। এ কারণে ইচ্ছে করে তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে চান।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে। তবে স্বেচ্ছায় মৃত্যবরণে যারা আগ্রহ দেখান তাদের কঠোর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়।

এছাড়া যে সকল ব্যক্তি কঠিন রোগে ভুগছেন এবং সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই তারাই কেবল স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেতে পারেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

নেদারল্যান্ডসের এই তরুণী জানিয়েছেন, তিনি তার রোগের জন্য সব ধরনের চিকিৎসা নিয়েছেন। কিন্তু কোনো উন্নতি না হওয়ায় তিনি স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন।

কীভাবে স্বেচ্ছায় মৃত্যুবরণ করবেন এই তরুণী

কীভাবে মৃত্যু হবে এবং কোন প্রক্রিয়ায় এটি সম্পন্ন করা হবে সেটি নিজেই জানিয়েছেন এই তরুণী। তিনি বলেছেন, “তারা প্রথমে ঘুমের ওষুধ দিয়ে শুরু করবে। যতক্ষণ পর্যন্ত আমি কোমাতে না যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে হার্টের কার্যকারিতা বন্ধের ওষুধ দেওয়া হবে না। আমার জন্য বিষয়টি এমন হবে যেন আমি ঘুমিয়ে পড়েছি। আমার পার্টনার (প্রেমিক) আমার সঙ্গে সেখানে থাকবে। তবে তাকে আমি বলেছি আমার মৃত্যুর আগ মুহূর্তে সে চাইলে বাইরে বের হয়ে যেতে পারবে।”

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মৃত্যুর প্রক্রিয়াটি সম্পন্ন করতে এই তরুণীর বাড়িতেই চিকিৎসক আসবেন।

তিনি জানিয়েছেন, মৃত্যুর কথা চিন্তা করলে তার ভয় লাগে। অপরদিকে পরিবারের কথা চিন্তা করলে খারাপ লাগে। তবে তিনি সব জেনে বুঝেই এ সিদ্ধান্ত নিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, তিনি চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

সূত্র: দ্য গার্ডিয়ান

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

চীন বাদে সব দেশের ওপর শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত: ট্রাম্পের ঘোষণা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ববাণিজ্যে বড় ধরনের এক সিদ্ধান্ত নিয়েছেন। চীন বাদে যেসব দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করা হয়েছিল, সেগুলো আগামী ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। বুধবার (৯ এপ্রিল) ট্রুথ সোশ্যাল মাধ্যমে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের প্রতি কড়া অবস্থান বজায় রেখেছেন তিনি। চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫

 যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়ে ইরানের প্রস্তুতি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার মধ্যে নতুন করে আলোচনার আভাস মিলেছে। ইরান জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে তারা প্রস্তুত। তবে এই আলোচনার আগে কিছু শর্ত রয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।   আব্বাস আরাঘচি বলেন, আগামী শনিবার যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনায় অংশ নেবে ইরান। তবে সেই আলোচনা তখনই ফলপ্রসূ হবে যদি যুক্তরাষ্ট্র তাদের সামরিক হামলার

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

গাজায় কোন খাবার ঢুকবে না, না খাইয়ে সকলকে মারার পরিকল্পনা- ইহুদিদের

ইসরাইলের অবরোধে গাজা উপত্যকায় তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। ইসরাইলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সম্প্রতি ঘোষণা দিয়েছেন, গাজায় 'গমের একটি দানাও' প্রবেশ করতে দেওয়া হবে না। এই ঘোষণা গাজাবাসীর জন্য নতুন করে দুর্ভোগ ডেকে এনেছে।   সোমবার আনাদোলু বার্তাসংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথে প্রকাশিত বিবৃতিতে স্মোট্রিচ এই ঘোষণা দেন। গত ২ মার্চ থেকে গাজার সীমান্ত ক্রসিং বন্ধ করে

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত, পশ্চিম তীর ও জেরুজালেমে ধর্মঘট

গাজা ও পশ্চিম তীরের ওপর ইসরায়েলের একের পর এক হামলার বিরুদ্ধে প্রতিবাদে ফিলিস্তিনিরা ধর্মঘটের ডাক দিয়েছে। সোমবার (৭ এপ্রিল) ধর্মঘটের ফলে পশ্চিম তীরের দোকানপাট, বিদ্যালয় এবং প্রশাসনিক ভবনগুলো বন্ধ ছিল। একইভাবে, পূর্ব জেরুজালেমের সালাহেদ্দিন সড়কও ছিল খালি। এই ধর্মঘটের মাধ্যমে ফিলিস্তিনিরা তাদের ওপর চলমান জাতিগত নিধন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ জানাচ্ছে। ফাতাহ, হামাসসহ ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনগুলোর জোট এই ধর্মঘটের ডাক দিয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ইসরায়েলি হামলায় গাজায় ৬০ জন নিহত, আহত ১৩৭ জন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় নতুন করে আরও ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার ফলে মোট নিহতের সংখ্যা ৫০ হাজার ৭৫০ ছাড়িয়ে গেছে। হামলায় আরও শতাধিক লোক আহত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন বার্তাসংস্থা আনাদোলু ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।   আল জাজিরা জানায়, গত সোমবার ভোর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা অব্যাহত ছিল, যার