প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:৭
আওয়ামী লীগ সরকারের পতনের পর সরাসরি পরিচালক মনোনীত হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নির্বাচিত হন ফারুক আহমেদ। কিন্তু মাত্র ৯ মাসের মাথায় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গতকাল রাতে তার পরিচালক পদ বাতিল করে দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ফারুক আহমেদ আর বিসিবির সভাপতি নন। খবর পাওয়া গেছে, ফারুক গতকাল রাতেই দেশ ছেড়ে চলে গেছেন, সম্ভাব্য গন্তব্য দুবাই।
এদিকে, নতুন সভাপতি হিসেবে আজই মনোনীত হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম। এনএসসি নিজেদের কোটার পাঁচ কাউন্সিলরের মধ্যে একজনকে সরিয়ে আমিনুলের মনোনয়ন দিয়েছে। এই চিঠি পাওয়ার পর রাতেই বিসিবির ‘রিকোজিশন’ বোর্ড মিটিং ডাকা হয়। সেখানে আমিনুলের কাউন্সিলশিপ অনুমোদন দেয়া হয়, যাদের মধ্যে বেশ কয়েকজন ফারুকের প্রতি অনাস্থা প্রকাশ করছিলেন।
একজন বিসিবি পরিচালক কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘আমরা এনএসসির চিঠি পাওয়ার পরেই গতকাল রাতে বোর্ড মিটিং ডাকি। সেখানে আমিনুলের কাউন্সিলরশিপ অনুমোদন হয়।’ তিনি আরও বলেন, ‘ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর বিসিবির সভাপতির পদ শূন্য হয়ে গেছে। সহ-সভাপতি নাজমুল আবেদীন আজ বিকেলে একটি বৈঠক ডেকেছেন, যেখানে আমিনুলকে নতুন পরিচালক ও সভাপতি হিসেবে মনোনীত করা হবে।’
ফারুক আহমেদ পদ হারানোর পর আইসিসিতে নালিশ করেছেন এবং আইনি পথ অনুসরণ করার কথাও জানিয়েছেন। তবে বিসিবি পরিচালনা বোর্ড এই বিষয়ে চিন্তিত নয় এবং ফারুকের বক্তব্যকে গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছে।
বিসিবিতে গত কয়েক মাস ধরে চলমান এই অস্থিতিশীলতা নতুন নেতৃত্বের জন্য আশাবাদী হলেও ভবিষ্যতে নতুন সভাপতি আমিনুলের নেতৃত্বে বোর্ড কতটা স্থিতিশীল হবে, তা এখন দেখার বিষয়। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা রয়েছে যে নতুন নেতৃত্ব দেশীয় ক্রিকেটকে আরো এগিয়ে নিয়ে যাবে।
বিসিবির এই পরিবর্তন নিয়ে ক্রীড়া মহল ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই আশা করছেন আমিনুল ইসলামের অভিজ্ঞতা ও নেতৃত্বে বোর্ড নতুন দিগন্ত খুলবে এবং দেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে। তবে কিছু সময়ের জন্য শাসন ব্যবস্থায় এই পরিবর্তন কিছুটা অস্থিরতা সৃষ্টি করলেও তা দ্রুত কাটিয়ে উঠার সম্ভাবনাও রয়েছে।
সূত্র কালের কণ্ঠ