প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫

ভারতে হানা দিয়েছে নিপাহ ভাইরাস, যা আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের মূল আয়োজক ভারত এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা। তবে ভারতের পশ্চিমবঙ্গের অন্তত পাঁচজনের মধ্যে নিপাহ ভাইরাস শনাক্ত হওয়ায় স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। আক্রান্তদের পাশাপাশি প্রায় ১০০ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
