প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ২০:৫৬

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মামুন শেখ, সকলের পরিচিত ‘চুম্বক মামুন’, এক অভিনব পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। রাস্তার পাশে ছড়িয়ে থাকা ধাতব বর্জ্য—তারকাঁটা, নাট-বল্টু, পেরেক, ভাঙা লোহার টুকরো—সবই তাঁর জন্য সোনার খনি। তাঁর হাতে ৫০০ গ্রাম ওজনের একটি বিশেষ চুম্বক এবং দড়ি। চুম্বকের সাহায্যে তিনি এগুলো তুলে বিক্রি করে মাসে প্রায় ৬০ হাজার টাকা আয় করেন।
