পহেলা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এতদিন ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত এই আয়োজন এবার থেকে ‘আনন্দ শোভাযাত্রা’ নামে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের শোভাযাত্রায় নতুন সংযোজন হিসেবে থাকছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। প্রায় ২০ ফুট উচ্চতার এই মুখাকৃতির মাধ্যমে বর্তমান ফ্যাসিবাদী শাসনের প্রতিবাদ জানানো হবে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ অবলম্বনে তৈরি করা হয়েছে এই মুখাকৃতি। মুখের দুপাশে থাকবে শিং। এর মাধ্যমে শোষণ, নির্যাতন ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ প্রকাশ পাবে।
‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশে বসবাসকারী ২৮টি জনগোষ্ঠীর মানুষ। বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নিজ নিজ সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরবেন শোভাযাত্রায়।
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এর আগে জানিয়েছিলেন, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়টি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ছেড়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নাম পরিবর্তনের ঘোষণা দেয়।
শোভাযাত্রার আয়োজনের পাশাপাশি চারুকলা অনুষদের বিভিন্ন স্থানে থাকবে আলোকসজ্জা, মুখোশ, পুতুল ও চিত্রকর্মের প্রদর্শনী। অংশগ্রহণকারীদের জন্য থাকছে রং-বেরঙের পোশাক, বাদ্যযন্ত্র এবং বাঙালি ঐতিহ্যের নানা উপাদান।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, এ বছরকার আয়োজন আরও ব্যতিক্রমধর্মী ও অর্থবহ হতে চলেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে বার্তা পৌঁছে দিতে এমন শোভাযাত্রা সময়ের দাবি বলেও মন্তব্য করেন তারা।