প্রকাশ: ১ এপ্রিল ২০২৫, ২১:১৬
কুমিল্লার দেবীদ্বারের কাচিসাইর গ্রামে এবারের ঈদ এলো শোকের ছায়ায়। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত ফয়সালের শূন্যতা তার পরিবারকে গভীরভাবে কাঁদিয়েছে। ফয়সালের মা হাজেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আমার মানিক এবার ঈদের সেমাই খেতে আসল না, টাকাও পাঠাল না।"