গোয়ালন্দে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
মইনুল হক মৃধা-রাজবাড়ী জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার ২৬শে ফেব্রুয়ারি ২০২৫ ০৯:২৪ অপরাহ্ন
গোয়ালন্দে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা, ইউপি সদস্য গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা উজানচর ইউনিয়নের ভোলাই মাতব্বর পাড়া এলাকায় জোর পূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোছাঃ শিরিনা আক্তার (৫০) মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গোয়ালন্দ ঘাট থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪/৫ জনের নামে মামলা করেন। মামলার ১ নম্বর আসামী, উজানচর পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. লিপু মন্ডল (৪৫) গ্রেফতার করেছে থানা পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য লিপু মন্ডল ও অন্যান্য আসামীরা ভুক্তভোগী শিরিনা আক্তারের বাড়ির ভিটের উপর দিয়ে জোর পূর্বক রাস্তা নির্মাণ শুরু করে। এ সময় বাঁধা দিলে আসামীরা ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এর প্রতিবাদ করার পর শিরিনা আক্তারের ভাগ্নে শামীম মোল্লাকে মারপিট শুরু করে। মারপিট দেখে বাড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়। এর পাশাপাশি, হামলাকারীরা দুই ননদের গায়ের জামা ছিড়ে শ্লীলতাহানি করে। প্রতিবেশীদের চিৎকারে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে।


ভুক্তভোগী শিরিনা আক্তার দাবি করেন, তারা আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান। তিনি জানান, এ ধরনের ঘটনা তাদের জীবনে পুনরাবৃত্তি না হওয়া উচিত।


এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করে ১ নম্বর আসামী মো. লিপু মন্ডলকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে ২৬ ফেব্রুয়ারি বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।